মণিরামপুরে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মণিরামপুরে স্বাভাবিক প্রসব সেবা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

“ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট” শ্লোগানকে সামনে নিয়ে যশোরের মণিরামপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতকরণ লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মণিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তর এ কর্মশালার আয়োজন করে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে ও আহসান হাবীব পারভেজের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ রবিউল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ জিনাত সুলতানা,ডাঃ চন্দ্র শেখর কুন্ডু, মেডিকেল অফিসার সাদিয়া রায়হান সীমা, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন প্রমূখ।

আরও পড়ুনঃশিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : ইয়াকুব আলী এমপি

উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যান, মেম্বর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কর্মচারী সমন্বয়ে অন্ততঃ ২৫০ জন প্রশিক্ষার্থী কর্মশালায় অংশ নেন

শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : ইয়াকুব আলী এমপি

শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : ইয়াকুব আলী এমপি

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা 

কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *