মণিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাবনী বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরশহরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবনী বেগম ওই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে কামালপুর গ্রামের মিজান হোসেন নামে এক প্রবাসীর বাড়ির ছাদে লাবনী ধান শুকানে যান। লাবনী বেগমের দেড় বছর বয়সী হাবিবা নামে এক শিশু কণ্যা রয়েছে। কণ্যা নিয়ে উর্মি বেগম নামে এক নারী ওই বাড়ির ছাদে লাবনীকে খুজতে যান। সেখানে শুকনো ধানের উপর লাবনীকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাবনীকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্বামী শাহিন হোসেন বলেন, দেড় বছর বয়সী হাবিবা খাতুন ও সাজিম হোসেন (৮) নামে দুই সন্তার রয়েছে। ছাদে ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্ত্রী লাবনী বেগম মারা গেছেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে আনার পূর্বেই লাবনী বেগমের মৃত্যু হয়েছে।
মণিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

More From Author

মণিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মণিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ইয়াকুব আলী এমপি

সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না : ইয়াকুব আলী এমপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *