বিশ্রাম নিতে কোথায় গেলেন নুসরাত ফারিয়া

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গেল মাসে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেসময় নায়িকার মা ফেরদৌসি পারভীন জানান, গ্যাস্ট্রিক ও মাথা ব্যথার সমস্যা প্রকট আকার ধারণ করলে একটা পর্যায়ে বাসায় জ্ঞান হারান ফারিয়া। এরপর পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসক তখন জানিয়েছিলেন, ফারিয়াকে কয়েক দিন বিশ্রাম নিতে হবে। নইলে তিনি পুরোপুরি সুস্থ হতে পারবেন না। চিকিৎসকের পরামর্শে, ফেব্রুয়ারির শেষ দিকে অবকাশযাপনের জন্য ফারিয়া ছুটে যান তুরস্কে। ইস্তাম্বুলে ১০ দিন কাটিয়ে গত ৩ মার্চ ঢাকায় ফেরেন তিনি। আর ফিরেই নেমে পড়েছেন শুটিংয়ে।

আরও পড়ুনঃকবে বিয়ে করবেন বনি-কৌশানী?

ফারিয়ার কথা, ‘সবার দোয়া আর ভালোবাসায় এখন আমি পুরোপুরি সুস্থ। অসুস্থতার কারণে অনেক কাজ আটকে গেছে। তাই দেশে ফিরে আর সময় নষ্ট করতে চাই না। তাই শুটিংয়ে চলে এসেছি।’ তবে কিসের শুটিং তা এখনই বলতে চান না এই চিত্রনায়িকা।

জানা গেছে, তুরস্কে যাওয়ার আগে একটি ব্রাইডাল কম্পানির ফটোশুটে অংশ নেন নুসরাত ফারিয়া। এরপরই অবকাশযাপনের জন্য নায়িকা উড়াল দেন তুরস্কে। সেখানের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ঘুরে বেড়ান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *