কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না গণসংযোগ করেছেন। বুধবার সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন স্থানে তিনি নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ওই গণসংযোগ করেন।
আরও পরুনঃকেশবপুরের গোপাল চন্দ্র চৌধুরী বিশেষসম্মানে ভূষিত হলেন
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গাজিউর রহমান, হযরত মোল্লা, আব্দুল কাদের মোড়ল, সবুর শেখ, রফিক গাজী, যুবলীগ নেতা আয়ুব হোসেন, ফিরোজ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন, শেখ আব্দুল আলিম, ছাত্রলীগ নেতা সবুজ হোসেন, রবিউল ইসলাম, রিফাত হোসেন, তাজমুল হোসেন প্রমুখ। কাজী মুজাহিদুল ইসলাম পান্না বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলামের ছেলে।