কাকে মিস করছেন পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বর্তমানে কাজ ও ছেলে পদ্মকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ফেসবুকে নানান সময় বিভিন্ন ঘটনা নিয়ে লিখতে দেখা যায় তাকে।

আরও পড়ুনঃদরদ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ হবে বুর্জ খলিফায়

ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন পরী।

পোস্টে লেখা, ‘কখনও কখনও একজন মায়েরও তার মায়ের প্রয়োজন হয়।’

পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই প্রায় ৭ হাজার প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে পরীমণির কমেন্ট বক্সে।

ঢালিউড অভিনেতা রাজের সঙ্গে বিচ্ছেদের পর পদ্মর সব দায়িত্ব একাই পালন করছেন পরীমণি। বর্তমানে পরীই ছেলে পদ্মর বাবা ও মা।

প্রসঙ্গত, গত বছর ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন পরীমণি। সরকারি অনুদানের এ ছবিটি পরিচালনায় আছেন রেজা ঘটক। এর পর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের একটি সিনেমায়। তারপর হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সম্প্রতি নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এ নায়িকা।

এ ছাড়া ভালোবাসা দিবসে পরীমণি অভিনীত ‘বুকিং’ ওয়েব ফিল্ম প্রকাশ পেয়েছে। এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *