একজন আদর্শবান মুক্তিযোদ্ধা মোঃ আঃ ওহাব হাওলাদার

নিজস্ব প্রতিনিধি,

১৯৫০ সালের ৩ ই জানুয়ারি মাদারীপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোঃ আঃ ওহাব হাওলাদার। মাদারীপুরের কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ ওহাব হাওলাদার ছাত্র জীবনেই ছিলেন মেধাবী ও দূরদর্শিতা সম্পূর্ণ ।

শিক্ষাজীবন চলার মধ্যেই সাহস ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যোগদান করেন তৎকালীন সেনাবাহিনী ফোর্সে। পরবর্তীতে চাকরি চলাকালীন অবস্থায় তিনি সম্মানের সহিত বি.এস.সি সম্পূর্ণ করেন। ঠিক তখনই তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালি জাতির মধ্যে অধিকার আদায়ে ও নিজ ভূখন্ড রক্ষার্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭১ সালে পাকিস্তানদের হানাদার বাহিনী হাত থেকে বাংলাদেশের জন্য লড়াই সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

তাঁর দেশের প্রতি মায়া, ভালোবাসার,দেশ প্রেম ছিল চোখে পড়ার মত। যুব বয়েসে নিজের জীবন বাজি রেখে কতই না লড়াই সংগ্রাম করেছেন এই বাংলার মা মাটি ও সাধারণ মানুষের জন্যে ।

More From Author

ফিফা’র বর্ষসেরা একাদশে জায়গা পান নি এমিলিয়ানো মার্টিনেজ

বাংলাদেশ অনড় কয়লার বাড়তি দাম না দিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *