ইউরোপিয়ান ইউনিয়নের ইরাসমাস প্লাস প্রকল্পের আওতায় টেমপেরে ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের সহযোগিতায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালসহ বাংলাদেশের তিনটি, পর্তুগালের একটি ও ভিয়েতনামের দুটি মেডিকেল ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে ডিজিকেয়ার মডেল উদ্ভাবন করা হয়েছে।
মেডিকেল ও নার্সিং শিক্ষার বর্তমান পাঠ্যক্রমে এই মডেলটি অন্তর্ভুক্ত করতে গত শনিবার ইউনিভার্সেল নার্সিং কলেজ অডিটোরিয়ামে ডিসেমিনেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিভার্সেল মেডিকেলের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে উপদেষ্টা ও প্রকল্প ব্যবস্থাপক ডা. এ কে এম জাফর উল্লাহর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি