বিশ্ব ব্যাংকের নেতৃত্বে ভারতীয় বংশোদ্ভূত বাঙ্গাকে বাইডেনের মনোনয়ন

বিশ্ব ব্যাংকের নেতৃত্ব দিতে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গাকে মনোনয়ন দিয়েছেন জো বাইডেন। বৃহস্পতিবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বিশ্বব্যাংকের বর্তমান প্রধান ডেভিড ম্যালপাস। এর পরই মনোনয়নপ্রার্থীদের আবেদন জমা নিতে শুরু করে ঋণদাতা সংস্থাটি। যা চলবে ২৯ মার্চ পর্যন্ত। নেতৃত্বে আসার ক্ষেত্রে নারী প্রার্থীদের বিশেষভাবে উৎসাহিত করেছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের প্রধান সাধারণত মার্কিন নাগরিকই হন। আর প্রথাগতভাবে আন্তর্জাতিক অর্থ সংস্থার (আইএমএফ) প্রধান হন ইউরোপীয় কেউ। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বব্যাংকের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার।

৬৩ বছর বয়সী বাঙ্গা বর্তমানে ইকুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে মাস্টারকার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি।

বাঙ্গাকে মনোনয়নের যৌক্তিকতা তুলে ধরে এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনসহ বর্তমান সময়ের জরুরি মুহূর্ত সামাল দিতে সরকারি-বেসরকারি সম্পদ ব্যবহারে তীক্ষ্ণ দক্ষতা আছে তার।’

তথ্যসূত্র: এনডিটিভি

More From Author

বইমেলায় বিদ্যানন্দের অন্য রকম বার্তা

ছয় বছর পর দিয়াজ হত্যা মামলার প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *