ফায়ার কর্মীরা দেশের সম্মান বাড়িয়েছেন: ডিজি

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশের সম্মিলিত সাহায্যকারী দলের সঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

গতকাল বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিজি জানান, তুরস্কে বাংলাদেশের সাহায্যকারী দলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলে ছিলেন ১২ জন। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এবং উদ্ধারকারী দলের ১২ সদস্যসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

More From Author

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, ঝুঁকি থাকা সত্ত্বেও ঘরে ফিরছে ক্ষতিগ্রস্তরা

জোর করেও ভালো রাখা যাচ্ছে না পুঁজিবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *