দিল্লিতে মোটরবাইক ট্যাক্সি নিষিদ্ধ

ভারতের রাজধানী দিল্লিতে মোটরসাইকেল ট্যাক্সি নিষিদ্ধ করল সরকার। পরিবহনসংক্রান্ত আইন না মানার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দিল্লি সরকারের পরিবহন দপ্তরের জানিয়েছে, ব্যক্তিগত ব্যবহারের জন্য মোটরসাইকেল দিয়ে ট্যাক্সি সার্ভিস চলছিল, যা নিয়মবহির্ভূত। অধিকাংশ ক্ষেত্রে নন-ট্রান্সপোর্ট নম্বরযুক্ত বাইকও ব্যবহার করা হচ্ছিল।

পরিবহন দপ্তর জানায়, এই নিষেধাজ্ঞা অমান্য করলে প্রথমে পাঁচ হাজার রুপি, দ্বিতীয়বার অমান্য করলে ১০ হাজার রুপি জরিমানা করা হবে। তা ছাড়া যে সংস্থার হয়ে বাইক চালানো হচ্ছিল, তাদের এক লাখ রুপি জরিমানা করা হবে। চালকের লাইসেন্সও তিনবারের জন্য বাতিল করা হবে।

দিল্লিতে ওলা, উবার ও রেপিডো মূলত এই পরিষেবা দিত। এই পরিষেবা বন্ধ হওয়ার ফলে বিপুল যাত্রী যেমন অসুবিধায় পড়বেন, তেমনি বিপুলসংখ্যক চালক বেকার হয়ে পড়বেন। সম্প্রতি কোনো রকম লাইসেন্স ছাড়া এই পরিষেবা চালু করায় সুপ্রিম কোর্ট মুম্বাইতে রেপিডোর বাইক-ট্য়াক্সি বন্ধ করার নির্দেশ দিয়েছেন।

More From Author

১০ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

অস্থি ক্ষয়ের প্রতিষেধক ভিটামিন ‘ডি’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *