বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জীবননগর আন্দুলবাড়িয়া বাজারের একটি হোটেল থেকে তাকে আটক করে পুলিশ।
এ ঘটনায় অস্ত্র আইনে জীবননগর থানায় একটি মামলা রুজু হয়েছে।
গ্রেফতার আনোয়ার হোসেন মিন্টু (৪০) জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ার মুন্না মিয়ার ছেলে।
জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, জীবননগর আন্দুলবাড়িয়া বাজার এলাকায় অস্ত্র কেনাবেচা হবে এমন সংবাদে থানা পুলিশের একটি দল অবস্থান নেয়। এ সময় আন্দুলবাড়িয়া বাজারের শিমুল হোটেলে অস্ত্র ব্যবসায়ী আনোয়ার হোসেন মিন্টু অবস্থান করছিল। পুলিশ তাকে আটক করে তল্লাশি করলে মাজায় লুকিয়ে রাখা সাদা পলিথিনের মধ্য নীল রঙের কাপড়ে মোড়ানো একটি মেডইন ইউএসএ-৬২ লেখা পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, গ্রেফতার আনোয়ার হোসেন মিন্টুর বিরুদ্ধে অস্ত্র আইনে জীবননগর থানায় মামলা প্রক্রিয়াধীন।