মণিরামপুরে পাইপ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশ তৎপর kalchakra news

মণিরামপুরে পাইপ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশ তৎপর

নিজস্ব প্রতিবেদক

মণিরামপুর

যশোরের মণিরামপুরে জহুরুল ইসলাম (৪৫) নামে এক পাইপ ব্যবসায়ীর মরদেহ পুলিশ উদ্ধার করেছেন। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত জহুরুল দীর্ঘদিন ধরে উপজেলার কোনাকোলা বাজারে পাইপের ব্যবসা করার পাশি পাশি টিউবওয়েল মিস্ত্রির কাজ করতো। বুধবার সকালে তার মরদেহ চিনাটোলা-কোনাকোলা সড়কের বাটবিলা নামক ফাঁকা মাঠে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ সময় মরদেহের পাশ থেকে তার ব্যবহ্নত একটি মোটসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ মণিরামপুরে পৃথক ঘটনায় দুই শিশুর করুন মৃত্যু

পুলিশ প্রাথমিক ধারনা করেছেন, তাকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করে মরদেহ হয়তো ওই স্থানে ফেলে রেখে গেছে। লাশ উদ্ধারে যাওয়া তদন্তকারী কর্মকর্তা থানার এস আই তারামিয়া জানান, বুধবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধারের সময় নিহতের মাথায় ও মুখের থুথনির নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী নিহত’র সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে ময়না তদন্তের জন্য মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে বলে আশা করছি।

মণিরামপুর সহকারী পুলিশ সুপার এমদাদুল হক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং ঘাতকদের আটকের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশ তৎপর রয়েছেন।

আমাদের সন্তানকে সুস্থ পরিবেশে বড় হতে দিন, অনুরোধ কাঞ্চন-শ্রীময়ীর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩kalchakra news

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *