সংগীতকে বিদায় জানাচ্ছেন এ আর রহমান? kalchakra news

সংগীতকে বিদায় জানাচ্ছেন এ আর রহমান?

ভারতীয় সংগীতশিল্পী, পরিচালক, গায়ক ও প্রযোজক এ আর রহমান। যিনি বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিকে বিশ্ব মহলে তুলে ধরেছেন সুউচ্চ অবস্থানে। এখনও উপমহাদেশের সঙ্গীত পরিচালকদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর তকমা তার। জিতেছেন অস্কার ও গ্র্যামির মত বড় অ্যাওয়ার্ড।

এদিকে বিচ্ছেদের পথে হাঁটছেন এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন সায়রা বানুর আইনজীবী। তবে এই সব জল্পনার মাঝে কি কাজ থেকে বিরতি নিচ্ছেন এআর রহমান? এই প্রশ্নও উঠেছে। এর উত্তর দিলেন সুরকারের কন্যা খাতিজা রহমান।

আরও পড়ুনঃ অপুর রূপের প্রশংসায় পূজা , বললেন ‘তোমার মতো না’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে খাতিজা রহমান জানান, কাজ থেকে বিরতি নেওয়ার খবরও স্রেফ গুজব। এর কোনও ভিত্তি নেই। তিনি স্পষ্ট লেখেন, ‘দয়া করে এই অপ্রয়োজনীয় গুজব ছড়ানো বন্ধ করুন।’

রহমানের বিচ্ছেদের ঘোষণার পরেও কড়া ভাষায় সরব হয়েছিলেন খাতিজা। মোহিনীর সঙ্গে নাম জড়িয়ে দেওয়ায় তিনি বলেছিলেন, ‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধেরা।’

বিদ্রোহীদের উত্থানে পালালেন বাশার,হলো না শেষ রক্ষা kalchakra News

বিদ্রোহীদের উত্থানে পালালেন বাশার,হলো না শেষ রক্ষা

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে যা বলেছিলেন এমবাপে kalchakra news

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে এমবাপে যা বলেছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *