নিজস্ব প্রতিবেদক,
মণিরামপুর
ভারতের আগরতলা ও ত্রিপুরায় বাংলাদেশের উপ-হাইকমিশনে উগ্রবাদী ভারতীয়দের হামলা, বাংলাদেশকে নিয়ে অপপ্রচার, ষড়যন্ত্র ও সীমান্ত হত্যার প্রতিবাদে মণিরামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মণিরামপুর সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে মারপিট করে পুলিশে সোপর্দ
রোববার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তাসনিম হাসান বর্ষার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সাইমুম হোসেন, জাবের হুসাইন, শরিফ মাহমুদ, হাসাইন ইকবাল সানি, আফরিন আনিকা, সোনিয়া খাতুন, সজিব হোসেন প্রমূখ।