নিজস্ব প্রতিবেদক
মণিরামপুর
“আলোকিত মানুষের সন্ধানে” স্লোগানকে সামনে নিয়ে মণিরামপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী হিফযুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ইয়াকুব ইবনে জবেদ মাদ্রাসা প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার ১৩৫ জন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ নেয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে কোরআন-হাদীসের আলোকে মাদক, যৌতুক ও নারী নির্যাতন নিয়ে সময়োপযোগী আলোচনা পেশ করেন হিফজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশনের জেলা কমিটির সভাপতি মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সার্বিক পরিচালনায় ছিলেন মাওলানা মাহবুবুর রহমান। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ মণিরামপুরে দলিল লেখক দেলোয়ার হোসেন বাবার পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ! বিভিন্ন মহলের শোক বিবৃতি
ইয়াকুব ইবনে জবেদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এস এম ইয়াকুব আলী জানান, মাদ্রাসার শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এবং কুরআনের আলো ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে ২০২৩ সালের অক্টোবর মাসে মণিরামপুর উপজেলার আগরহাটিস্থ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন সাবেক এমপি এস এম ইয়াকুব আলী।