স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)
কেশবপুরে বিয়ের প্রলোভনে প্রতারণা করে এক গৃহবধুর কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনকে আসামী করে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে উপজেলার শ্রীফলা গ্রামের মৃত কালাচাঁদ বিশ^াসের মেয়ে রেহেনা খাতুনের সাথে একই উপজেলার কোমরপোল গ্রামের লুৎফর রহমানের ছেলে মুস্তাক আহম্মেদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের জের ধরে তারা দুজনে স্বামী-স্ত্রীর মত বসবাস করতে থাকে। এরই সুযোগে মুস্তাক আহম্মেদ বিভিন্ন সময়ে রেহেনা খাতুনের কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। ২ বছর আগে মুস্তাক আহম্মেদ বিয়ের প্রতিশ্রæতি দিয়ে রেহেনা খাতুনকে রেখে মালয়েশিয়ায় চলে যায়। বিদেশে গিয়েও মুস্তাক আহম্মেদ টাকা-পয়সা পাঠানোসহ রেহেনা খাতুনের সাথে যোগাযোগ রাখতো। গত ১ মাস থেকে মুস্তাক আহম্মেদ তার বাবা মা ও প্রতিবেশী আবু তাহেরের কুপরামর্শে রেহেনা খাতুনের কাছে টাকা-পয়সা পাঠানোসহ সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। বর্তমান মুস্তাক আহম্মেদের পরিবার বিভিন্ন সময়ে বিভিন্ন মোবাইল নম্বর থেকে রেহেনা খাতুনকে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে। ফলে সে ভয়ে ভয়ে রাত্রি যাপণ করছে। এঘটনায় ২৫ অক্টোবর রেহেনা খাতুন বাদী হয়ে মুস্তাক আহম্মেদ তার বাবা লুৎফর রহমান, মা তাছলিমা খাতুন ও প্রতিবেশী আবু তাহেরের নামে কেশবপুর থানায় অভিযোগ করেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার সেকেন্ড অফিসার এসআই মকলেছুর রহমান বলেন, শুক্রবার এ সংক্রান্ত একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।