বইমেলায় আসছে ফারুক আহমেদের দুই বই

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ এবারের বইমেলায় প্রকাশ করেছেন তার দুটি বই। একটির নাম ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ অপর বইটির নাম ‘ভাঙা চশমা’।

বই দুটি প্রকাশ করবে ‘কিংবদন্তি’ ও ‘সপ্তর্ষী’ প্রকাশনী। রোববার থেকে ৩৭৪ নম্বর স্টলে পাওয়া যাবে ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ বইটি। আর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ৩৭৫ নম্বর স্টলে পাওয়া যাবে ‘ভাঙা চশমা’ বইটি।

ফারুক আহমেদ প্রথম বইটি প্রসঙ্গে দৈনিক বাংলাকে বলেন, ‘হুমায়ূন আহমেদের সঙ্গে আমার সারা জীবনের যত স্মৃতি আছে সেসব স্মৃতির কিছু অংশ নিয়ে লেখা হয়েছে প্রথম বইটি। এ ছাড়া বইটিতে মুক্তিযুদ্ধ, পারিবারিক জীবন, ঢাকা থিয়েটারের কিছু গল্প শেষের অংশে রয়েছে। অন্যদিকে ‘ভাঙা চশমা’ বইটিতে রম্য রচনা, টিভি নাটক ও নানা ধরনের লেখা স্থান পেয়েছে। করোনাকালীন কিছু লেখা ছিল সেটার সঙ্গে সংযোজন-বিয়োজন করে বইটি লেখা হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আমি বইমেলায় থাকব। পাঠকদের সঙ্গে সময় কাটাব।

More From Author

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত নিউজিল্যান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *