মণিরামপুর (যশোর) প্রতিনিধি
বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে যশোরের মণিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশত তামান্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাসুদ হোসেন, প্রভাষক মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন, প্রভাষক কৃষ্ণ চন্দ্র , সহকারি শিক্ষক জি এম রাশেদ হোসেন, বিপ্লব চন্দ্র দে, তাহজিদ আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে “বর্তমান শিক্ষা ব্যবস্থায় জ্ঞান অর্জনের চেয়ে জিপিএ-৫ মুখ্য বিষয়” শীর্ষক বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি নিশাত তামান্না পুরস্কার তুলে দেন।
এদিকে আলোচনা সভার পূর্বে দিবসটি পালন উপলক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেনের নেতৃত্বে একটি র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে অংশ নেয় উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ।