মণিরামপুরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুরে আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নতি ঘটাতে এবং ব্যাবসা প্রতিষ্ঠানে চুরির প্রতিবাদে দোকানপাট বন্ধ রাখা ধর্মঘট পালনসহ মানববন্ধনের মতো কর্মসূচি পালন করলেন ভূক্তভোগী ব্যবসায়ীরা। শনিবার বিকেলে মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা বাজার ব্যবসায়ীরা এ কর্মসূচি পালন করেন।

জানাগেছে, গত ২৯ সেপ্টেম্বার রাতে এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী আইয়ুব আলী গাজীর ব্যবসা প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরি সংঘঠিত হয়। এ ঘটনায় টনক নড়ে সকল ব্যবসায়ীর। পুলিশ প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও সমালোচনা করে বক্তব্যে রাখেন মনোহরপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলীপ কুমার সিংহ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, ব্যবসায়ী আইয়ুব আলীর দোকান থেকে নগদ চার লক্ষাধিক টাকা ও মালামাল চুরির প্রতিবাদে শনিবার বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করে ব্যবসায়ীরা।

বাজার কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, চোরদের আইনের আওতায় আনার জন্য শনিবার দিনভর সকল ব্যসায়ীরা দোকানপাট বন্ধ রাখা ধর্মঘট পালন শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

More From Author

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন।

মণিরামপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে জামায়াতের সংবর্ধনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *