মণিরামপুরে শিক্ষককে মারপিটের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

মণিরামপুরে শিক্ষককে মারপিটের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে শিক্ষক দেলোয়ার হোসেনকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ হয়েছে। উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এই সড়ক অবরোধ করে। এ সময় সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার ধলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেনের বাড়িতে সোমবার সকালে একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষকের নেতৃত্বে বেধড়ক মারপিট করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক দিদার আলম আত্মগোপনে রয়েছে।

মারপিটের বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকবাসীর মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। ফলে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে সুন্দলপুর বাজারে মানববন্ধন শেষে যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করে দোষীদের শাস্তির আশ্বাস দিলে এক ঘন্টা পর পরিস্থিতি শান্ত হয়। আর এ বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।

কেশবপুরে ডাক্তারকে হুমকির অভিযোগে  ক্লিনিক মালিকের বিরুদ্ধে মানববন্ধন

কেশবপুরে ডাক্তারকে হুমকির অভিযোগে  ক্লিনিক মালিকের বিরুদ্ধে মানববন্ধন

মহানবীকে কটুক্তির প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

মহানবীকে কটুক্তির প্রতিবাদে কেশবপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *