কেশবপুরে শহীদদের স্মরণে ‘শহীদি মার্চ’ পালন

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শহীদদের স্মরণে যশোরের কেশবপুরে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহ¯পতিবার সকালে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ওই শহীদি মার্চ কর্মসূচির আয়োজন করা হয়।

শহীদি মার্চ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে শহরে এক বিশাল মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্রাট হোসেন, মিরাজ বিশ্বাস, বাধন, রাসেল, জুয়েল, জাহিদ, মিশাদ সরদার, ফুয়াদ, শাওন, আনোয়ার, মামুন, মাহিন, প্রিন্স, রোহিত, মুনিম, রাহাত, শাহেদ, আশিক, আফরিন, পায়েল সাহা, সোহাগিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ‘শহীদি মার্চ’ কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরাও অংশ নেন।

More From Author

হজ্ব করতে গিয়ে হাজীর মৃত্যু

মণিরামপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *