কেউ সংখ্যালঘু পরিবারে হামলা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন না করতে পারে তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে : নার্গিস বেগম

কেউ সংখ্যালঘু পরিবারে হামলা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন না করতে পারে তার জন্য সকলকে সতর্ক থাকতে হবে : নার্গিস বেগম

জি এম ফারুক আলম, মণিরামপুর (যশোর) :

সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার ও ধর্মীয় উপাসনলয়ে কেউ কোন প্রকার ক্ষতি সাধন না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চলমান পরিস্থিতিকে নিয়ে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করে বিএনপির ভাবমূর্তি যেন ক্ষুন্ন না করতে পারে তার জন্য সকলকে সর্তক থাকতে হবে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে মণিরামপুর বিএনপির দলীয় কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম এ কথা বলেন।

মণিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সাবেরুল হক সাবু। এ সময় জেলা বিএনপি নেতা মোহাম্মাদ মুছা, পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মফিজুর রহমান মফিজ, বীর মুক্তিযোদ্ধা আক্তার খান, এ্যাড. মুজিবুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, জি এম মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, ছাত্রদলে সভাপতি রাজিদুর রহমান সাগর, মণিরামপুর থানা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

More From Author

অন্তর্বর্তীকালীন সরকারে আসতে পারেন যারা

অন্তর্বর্তীকালীন সরকারে আসতে পারেন যারা

বঙ্গভবনে গেলেন তিন বাহিনীর প্রধান

বঙ্গভবনে গেলেন তিন বাহিনীর প্রধান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *