মণিরামপুরে তিন বোমা ফাটিয়ে ডাকাতি দুইজন আহত

মণিরামপুরে তিন বোমা ফাটিয়ে ডাকাতি দুইজন আহত

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর

যশোরের মণিরামপুরে বোমা ফাটিয়ে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিস্ফোরিত বোমার আঘাতে দুইজন গুরুত্বর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলা বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের সাজ্জাদ ও নিছার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাজু নামে এক ব্যাক্তিকে হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সোমবার রাত ২ টার দিকে বালিয়াডাঙ্গা-খানপুর গ্রামে সশস্ত্র ডাকাতদল সাজ্জাদের বাড়িতে হানা দেয়। ডাকাতদল বাড়িতে প্রবেশ করেই বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের জিম্মি করে লুটপাট করে। এ সময় বোমার বিস্ফোরণে মিলন মোড়ল, মাহবুব নামে দুই আহত হয়েছেন।

সাজ্জাদের মেঝ ভাই কুয়াদা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াজেদ আলী জানান, ডাকাতদল বোমা ফাটিয়ে সাজ্জাদের পরিবারের লোকজনকে জিম্মি করে নগদ ৭৬ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণের অলংকার নেয়। বোমার শব্দ পেয়ে গ্রামবাসী চিৎকার করলে পরে আরও দু’টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়। খবর পেয়ে মণিরামপুর থানার ওসি ঘটনাস্থলে যান। রাতেই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাজু নামে একজনকে হেফাজতে নেয়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ। তবে, ওসি দাবী করেন এটা ডাকাতি নয়, ঘটনাটি দস্যুতা।

More From Author

মণিরামপুরে বিএনপির কমিটি গঠন বন্ধে আবারও নোটিশ, দলীয় অভ্যন্তরীণ কোন্দলে দিশেহারা কর্মীরা

মণিরামপুরে বিএনপির কমিটি গঠন বন্ধে আবারও নোটিশ, দলীয় অভ্যন্তরীণ কোন্দলে দিশেহারা কর্মীরা

মণিরামপুরে সাংবাদিক সিদ্দিকের পিতার ইন্তেকাল প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক বিবৃতি

মণিরামপুরে সাংবাদিক সিদ্দিকের পিতার ইন্তেকাল প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক বিবৃতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *