নিজের নামে গরুর নাম কি বললেন জায়েদ খান

নিজের নামে গরুর নাম কি বললেন জায়েদ খান

কোরবানির ঈদ কেন্দ্র করে জমে ওঠে পশু বিক্রির হাটগুলো। আর এ হাটে প্রায়ই দেখা যায় পশুদের নাম রাখা হয় সেলিব্রেটিদের নামে। এ প্রসঙ্গে সম্প্রতি মন্তব্য করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান।

সংবাদমাধ্যমে জায়েদ বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।

জায়েদ আরও বলেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।

আরও পড়ুনঃমুক্তি পাচ্ছে এ আর রাজের কথায় রিংকুর নতুন গান

বিষয়টাকে কীভাবে দেখছেন জায়েদ এমন প্রশ্নে নায়ক বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।

গরুর নাম প্রসঙ্গে জায়েদ বলেন, কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারের কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রেটির নাম ব্যবহার করে। আমি এটা দোষের মনে করছি না।

সোকসাসের সভাপতি পদপ্রার্থী শেখ জাহাঙ্গীর আলম

সোকসাসের সভাপতি পদপ্রার্থী শেখ জাহাঙ্গীর আলম

মানুষ ঘরে বসেই স্মার্ট ভূমি সেবা পাচ্ছে মানুষ : ইয়াকুব আলীএমপি

মানুষ ঘরে বসেই স্মার্ট ভূমি সেবা পাচ্ছে মানুষ : ইয়াকুব আলীএমপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *