পিরোজপুরে বিকল্প ব্যবস্থায় প্রদর্শন হবে ‘সোনার চর'

পিরোজপুরে বিকল্প ব্যবস্থায় প্রদর্শন হবে ‘সোনার চর’

সেন্সর ছাড়পত্র পেয়ে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেয়েছে মৌসুমী-জায়েদের সিনেমা ‘সোনার চর’। সিনেমাটিতে মৌসুমী, জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী।

সিনেমার পরিচালক জাহিদ হাসান জানিয়েছেন গত ৭ জানুয়ারি সিনেমাটির আনকাট ছাড়পত্র পেয়েছে।

এবার জানা গেছে, পিরোজপুরে বিকল্প ব্যবস্থায় প্রদর্শন হবে ‘সোনার চর’। জেলার শিল্পকলা একাডেমিতে চলবে সিনেমাটি।

এছাড়া সারাদেশের ৪টি হলে বুকিং হয়েছে সিনেমাটির। এমনটাই জানিয়েছেন সিনেমাটির পরিবেশক টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

এর আগে জায়েদ খান তার ফেসবুকে লিখেছিলেন, ‘বছরের শুরুতে আমার অভিনীত চলচ্চিত্র ‘সোনার চর’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। খুব শিগগির মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সবাইকে সিনেমা হলে এসে চলচ্চিত্রটি দেখার জন্য আমন্ত্রণ রইল।

আরও পড়ুনঃআমি বিনোদনের একজন মানুষ, বিনোদনটা নিয়েই থাকতে চাই: অপু বিশ্বাস

জানা গেছে, ‘সোনার চর’ সিনেমা জায়েদের ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেয়া সিনেমা। এ সিনেমায় একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

তার চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটেননি তিনি। নিজেকে ভাঙা গড়ার খেলা চলেছে সিনেমাটিতে।

More From Author

মণিরামপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু ! পরিবারে শোকে মাতম

মণিরামপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু ! পরিবারে শোকে মাতম

অসহায়-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ইয়াকুব আলী এমপি

অসহায়-দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ইয়াকুব আলী এমপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *