কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা এক মিনিটে কারা কর্তৃপক্ষ এ ফাঁসি কার্যকর করে।

দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম (৪১) নওগাঁর পত্নীতলা থানার আকবরপুর এলাকার চাঁন মোহাম্মদ মণ্ডলের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে মামী ও কাজের মেয়েকে হত্যা মামলায় আমিনুল ইসলামকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। পরে সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। তার বিরুদ্ধে ধানমন্ডি থানার মামলা নম্বর- ২৪(০৩)০৫ ধারা- ৩০২।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আমিনুল ইসলামের ফাঁসি কার্যকর করা হয়েছে। পরে সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোরে শিক্ষাসফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় নিহত-২

বাংলাদেশের কাছে শীতের কাপড়, ওষুধ, খাবার সহায়তা চেয়েছে তুরস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *