কেশবপুরে কর্মকর্তাদের সাথে এমপি আজিজের মতবিনিময় উৎপল দে,কেশবপুর যশোরের কেশবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময়কালে কর্মকর্তারা তাদের দপ্তরের কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সংসদ সদস্য আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আজিজুল ইসলাম।
আরও পড়ুনঃ কেশবপুরে দরিদ্র ব্যক্তিদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, উপসহকারী প্রকৌশলী প্রমুখ।
উৎপল দে ,কেশবপুর, যশোর ০১৭৫৬ ৩১১২১১ ২৮-০৩-২৪