কেশবপুরে গণহত্যা দিবস পালিত

কেশবপুরে গণহত্যা দিবস পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, যুদ্ধ ভাসান ও যুদ্ধজয় পাদদেশে দীপশিখা প্রজ¦ালন ও নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকন, কেশবপুর পাইলট সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি অধ্যাপক মশিউর রহমান, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক প্রবীর কুমার দত্ত,বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ রায়, শিক্ষার্থী বুশরা ইবনা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়।

আরও পড়ুনঃকেশবপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

এদিকে কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২৫ মার্চ সকালে অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, প্রভাত কুমার রায়, প্রোগ্রাম অফিসার আব্দুস সামাদ, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে প্রমূখ

কেশবপুর কুঠিবাড়ী মহাশ্মশানে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

কেশবপুর কুঠিবাড়ী মহাশ্মশানে ৪ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

শাকিবের সিনেমায় খলনায়কের ভূমিকায় যীশু সেনগুপ্ত

শাকিবের সিনেমায় খলনায়কের ভূমিকায় যীশু সেনগুপ্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *