মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
সংসদ সদস্য আলহাজ্ব এস এম ইয়াকুব আলী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মাধ্যমে গোটা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার তীব্র আকাঙ্খায় উজ্জীবিত করেছিলেন। তার ভাষণে উজ্জীবিত হয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে রক্তের বিনিময়ে এদেশকে স্বাধীন করেছিলেন। তাই নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মণিরামপুর উপজেলা পারিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পারিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম মজিদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ও সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান।
আরও পড়ুনঃআমি প্রত্যেক ভোটারের মর্যাদা দিতে চাই, শোষণ করতে আসেনি : ইয়াকুব আলী এমপি
আলোচনা সভার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী, নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, মণিরামপুর থানা পুলিশ, মণিরামপুর পৌরসভা, মণিরামপুর প্রেসক্লাব, উপজেলা আনসার ও ভিডিপি অফিস, ফায়ার সার্ভিস, অফিসার্স ক্লাব, মণিরামপুর সরকারি কলেজ, মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠন।