ইউটিউবার পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ইউটিউবার পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সাইবার নিরাপত্তা আইনে ইউটিউবার পিনাকী ভট্টাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে সিলেটের আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সিলেটে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান।

আরও পড়ুনঃউপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জজ কোর্টের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান। পিনাকী ভট্টাচার্য ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন— কন্টেন্ট ক্রিয়েটর নাজমুল ইসলাম, শাহরিয়ার হোসেন সাকিব (এসএইচ), ফেসবুক পেইজ ‘ফাইট ফর ডেমোক্রেসি’র এডমিন শাকিল আহমেদ, মো. হাসান মিয়া (হাসান), মো. আব্দুল হাদী ও মো. রেজউল করিম।

অ্যাডভোকেট মাহফুজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও এডিট করে ব্যঙ্গাত্মকভাবে ফেসবুকে প্রচার করায় সংক্ষুব্ধ হয়ে আব্দুর রহমান নামের এক ব্যক্তি সাইবার ট্রাইব্যুনালে অভিযোগ দিলে ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. মনির কামাল মামলাটি আমলে নিয়ে সিআইডি জোন সিলেটকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন।

More From Author

ঈগল-নৌকা পক্ষপাত করে অহেতুক কেউ সংঘাত সৃষ্টি করবেন না : ইয়াকুব আলী এমপি

ঈগল-নৌকা পক্ষপাত করে অহেতুক কেউ সংঘাত সৃষ্টি করবেন না : ইয়াকুব আলী এমপি

খোলামেলা পোশাকে বুবলী

খোলামেলা পোশাকে বুবলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *