যশোর জেলা পরিষদের কেশবপুর ওয়ার্ডের উপনির্বাচনে সাত প্রার্থীর মনোনয়নপত্র জমাদান

যশোর জেলা পরিষদের কেশবপুর ওয়ার্ডের উপনির্বাচনে সাত প্রার্থীর মনোনয়নপত্র জমাদান

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) 

যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচনে সাত জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব প্রার্থীরা সাধারণ সদস্য পদে মনোনয়পত্র জমা দেন। এর মধ্যে একজন নারী প্রার্থীও রয়েছেন। 

আরও পড়ুনঃ কেশবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজের লিফলেট বিতরণ 

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সদস্য পদে মনোনয়পত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- টিপু সুলতান, আলতাফ হোসেন, আব্বাস আলী, এস এম মহব্বত হোসেন, রেহেনা খাতুন, জাকির হোসেন ও নাজমুল হুসাইন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ ফেব্রæয়ারি। ২৩ ফেব্রæয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৯ মার্চ সকাল ৯টা হতে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডে সদস্য ছিলেন আজিজুল ইসলাম। তিনি যশোর-৬ (কেশবপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেন। পরে জেলা পরিষদের এ ওয়ার্ডটি শূন্য ঘোষণা করা হয়। 

More From Author

কেশবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজের লিফলেট বিতরণ

কেশবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজের লিফলেট বিতরণ 

কেশবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমানের গণসংযোগ চলমান

কেশবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমানের গণসংযোগ চলমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *