টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন দুইজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন ভ্যানচালক উপজেলার গোহালিয়াবাড়ী এলাকার শুকুর মন্ডলের ছেলে সাত্তার ও কুর্শাবেনু এলাকার আব্দুল হক খানের ছেলে মোমিন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার গোহালিয়াবাড়ী থেকে ভ্যানচালক কাঁচামাল নিয়ে উপজেলার হাতিয়াহাটে যাচ্ছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় হানিফ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ভ্যানচালক ও যাত্রী নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছে।
অপরদিকে সকালে ঘাটাইলে উপজেলার সালেংকা মোড়ে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে টিটু খাঁ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে