২ দিনেই শেষ হবে ঢাকা টেস্ট, কি বললেন মিরাজ

২ দিনেই শেষ হবে ঢাকা টেস্ট, কি বললেন মিরাজ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে গতকাল বুধবার মাঠে নেমেছিল বাংলাদেশ দল। তবে প্রথম দিনেই ১৫টি উইকেট পড়ে গেছে। প্রথম দিনের এমন অবস্থা দেখার পরে সাধারণত সবারই মনে হতে পারে দুইদিনেই কি শেষ হতে চলেছে ঢাকা টেস্ট। প্রথম দিন খেলার শেষে সংবাদ সম্মেলনে আসেন মেহেদী মিরাজ।

মিরাজ বলেন, ‘আমরা দুই দিনে ম্যাচ জেতার চেষ্টা করছি না, প্রক্রিয়া অনুসরণ করছি। টেস্টে অনেক কিছুই হতে পারে, অনেক দৃশ্যপট বাকি। চেষ্টা থাকবে কালকের দিনও যেন নিজেদের করে নিতে পারি। দ্রুত খেলা শেষ করার চিন্তা করছি না। এমনকি আমরা অতি আত্মবিশ্বাসীও নই। টেস্টে একসময় ওরা ওপরে, একসময় আমরা ওপরে থাকব– এমন পরিস্থিতি আসে। ’

আরও দেখুনঃ দেশের প্রথম ‘অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড’ আউট মুশফিকুর রহিম

প্রথম ইনিংসে বাংলাদেশের কিছু রান কম হয়েছে বলে মনে করেন মিরাজ, ‘উইকেট অনুযায়ী আমরা ৩০-৪০ রান কম করেছি। ২০০ রানের বেশি করলে মনে করতাম আদর্শ স্কোর। ওখানেই ভুল করেছি। ৩০-৪০ রান আমরা অনেক সময়ই মিস করে যাই। যখন ৪০০ রান প্রয়োজন আমরা করি ৩৫০। এখানে আমাদের উন্নতি করতে হবে। একদিনে সম্ভব নয়, দিনকে দিন চেষ্টা করতে হবে।’

More From Author

আবার কাকে নিয়ে মুখ খুললেন জায়েদ খান?

আবার কাকে নিয়ে মুখ খুললেন জায়েদ খান?

কেশবপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ২৭ বিল বাঁচাও কমিটির স্মারকলিপি প্রদান

কেশবপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ২৭ বিল বাঁচাও কমিটির স্মারকলিপি প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *