দেশের প্রথম ‘অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড’ আউট মুশফিকুর রহিম

দেশের প্রথম ‘অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড’ আউট মুশফিকুর রহিম

ক্রিকেটে অনেক রকমই আউট আছে। ক্যাচ, বোল্ড বা কোন ধরনের আউট না। মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে আউট হলেন হাত দিয়ে বল আটকে দিয়ে। কাইল জেনিসনের বল সলিড ডিফেন্স করার পর বিনা কারণেই বলটি ডান হাত দিয়ে ধরে ফেলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

আর তাতেই, নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা এতে ‘অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড’ আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ার ভিডিও রিপ্লে দেখে মুশফিককে আউট ঘোষণা করেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট হলেন মুশফিক। সবমিলিয়ে অবশ্য তার আগে এমন বিচিত্র আউট হয়েছিলেন আরও অনেকেই। 

আরও দেখুনঃ হাতে কাজ নেই, বেকার হয়ে পড়েছেন দিঘী

আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের স্পর্শ এবং প্রতিপক্ষ দলের ফিল্ডিংয়ের সম্মতি ছাড়া যদি ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে কোনো বলে স্পর্শ করেন তাহলে সেটি ‘হ্যান্ডেল্ড দ্যা বল’ আউটের জন্য বিবেচিত হবে। তবে ২০১৭ সালে এমন আউটের বিধান বিলুপ্ত করে দেওয়া হয়। বর্তমানে হ্যান্ডেল্ড দ্য বলকে অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে। 

হাতে কাজ নেই, বেকার হয়ে পড়েছেন দিঘী

হাতে কাজ নেই, বেকার হয়ে পড়েছেন দিঘী

কেশবপুর হানাদার মুক্ত দিবস আজ (৭ ডিসেম্বর)

কেশবপুর হানাদার মুক্ত দিবস আজ (৭ ডিসেম্বর)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *