দ্বাদশ জাতীয় নির্বাচনেও মনোনয়নপত্র বাতিল হয়েছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের।

আমার মনোনয়ন বাতিল নতুন কিছু নয়: হিরো আল

দ্বাদশ জাতীয় নির্বাচনেও মনোনয়নপত্র বাতিল হয়েছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের। আগের নির্বাচনগুলোতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও এবার তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। তবে একাধিক ভুল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। হিরো আলম এবার বাংলাদেশ কংগ্রেস মনোনীত জাতীয় জোটের গণঅধিকার পার্টি (পিআরপি) থেকে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

আশরাফুল হোসেন সম্পদের বিবরণী জমা দেননি৷ এছাড়াও তিনি মনোনয়নের হলফনামাতে স্বাক্ষরই করেননি। এজন্য আশরাফুল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হলো।

হিরো আলম বলেন, আমার মনোনয়ন বাতিল নতুন কিছু নয়। আমি আপিল করবো। প্রয়োজনে আবারও হাইকোর্টে যাবো। মানুষের ভালোবাসা নিয়ে নির্বাচনের মাঠে থাকবোই। তিনি আরও বলেন, মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে৷

More From Author

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের তফসিল ৮ ফেব্রুয়ারির মধ্যেই

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের তফসিল ৮ ফেব্রুয়ারির মধ্যেই

কাটার বদলে ফুলের তোড়া দিলেন রোনালদো

কাটার বদলে ফুলের তোড়া দিলেন রোনালদো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *