বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের আয়োজনে
ছয় গুণিজনকে সম্মননা ও পদক বিতরণ


স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)

বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ কেশবপুরের উদ্যোগে শানিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব হল রুমে বাসাসেস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি গবেষক নাট্যকার মুহম্মদ শফি র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পদক ও সম্মাননা প্রদান করেন খ্যাতিমান গবেষক সাহিত্যিক খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল ফজল।
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) জাতীয় কবি নজরুল পদক প্রাপ্তরা হলেন অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন (প্রবন্ধ-গবেষণা), অধ্যক্ষ নওয়াব আলী খান (মরণোত্তর, শিক্ষা), মুহা. আবুল কালাম আজাদ (ইতিহাস-ঐতিহ্য), অধ্যাপক হাশেম আলী ফকির (শিক্ষা ও সংস্কৃতি), জয়দেব চক্রবর্তী (সাংবাদিকতা) ও অধ্যাপক তাপস মজুমদার (সামগ্রিক অবদান) শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে হৈমন্তিক কবিতা উৎসব ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে ওই পদক প্রদান করা হয়। বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এ পদক প্রদান করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাসাসেস এর সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেস ক্লাবের সভাপতি আশরাফ -উজ জামান খান।

More From Author

শাকিবকে নিয়ে কি বললেন পরিচালক

জাতীয় সংসদে হিজড়া ও ট্রান্সজেন্ডার সংরক্ষিত আসনের দাবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *