কেন ফেরদৌস-পূর্ণিমার ওপর ক্ষোভ প্রকাশ করলেন জায়েদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করেন চিত্রনায়ক জায়েদ খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এদিন পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

জায়েদের অভিযোগ, অনুষ্ঠানে স্ক্রিপ্টের বাইরে শিল্পী সমিতির প্রচার চালিয়েছেন এই দুই তারকা। বিষয়টি নিয়ে ফেরদৌস ও পূর্ণিমার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মূলত এই ঘটনার সূত্রপাত দীঘি, সাইমন, সোহানা সাবা ও গাজী আব্দুন নূরের একটি পরিবেশনাকে কেন্দ্র করে।

ফেরদৌস কথা বলতে গেলে পূর্ণিমা বলেন, ‘এখানে যেটা লেখা আছে সেটা বলতে দাও প্লিজ। এরপর পূর্ণিমা বলেন, ‘শিল্পী সমিতির পরিবেশনায় মঞ্চে আসছেন সবার প্রিয় দীঘি, সাইমন, সোহানা সাবা ও গাজী আব্দুন নূর- দেখবো একটি দারুণ পারফরম্যান্স!

ফেরদৌস-পূর্ণিমার এমন কাণ্ডই পছন্দ হয়নি জায়েদ খানের। এ বিষয়ে তিনি বলেন, ‘এটি একটি পরিকল্পিত ঘটনা। এটা মোটেও শিল্পী সমিতির পরিবেশনা ছিল না। আমি খোঁজ নিয়েছি বিটিভি থেকে দেওয়া স্ক্রিপ্টে কোথাও শিল্পী সমিতির পরিবেশনা লেখা ছিল না।

More From Author

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই আলমের মায়ের ইন্তেকাল

শামিকে বিশেষ বার্তা দিলেন মোদি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *