স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর)
দেশের ছয় জন গুণিজন পাচ্ছেন এ বছরের জাতীয় কবি নজরুল পদক। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) জাতীয় কবি নজরুল পদক-২০২৩ প্রদান করছেন। রোববার কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্টকার মুহম্মদ শফির সভাপতিত্বে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন সাংবাদিকদের উপস্থিতিতে বাসাসেস প্রবর্তিত এ বছরের জাতীয় কবি নজরুল পদক প্রাপ্ত ৬ জনের নাম ঘোষনা করেন। পদক প্রাপ্তরা হলেন অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন (প্রবন্ধ-গবেষণা), অধ্যক্ষ নওয়াব আলী খান (মরণোত্তর, শিক্ষা), মুহা. আবুল কালাম আজাদ (ইতিহাস-ঐতিহ্য), অধ্যাপক হাশেম আলী ফকির (শিক্ষা ও সংস্কৃতি), জয়দেব চক্রবর্তী (সাংবাদিকতা) ও অধ্যাপক তাপস মজুমদার (সামগ্রিক অবদান)। আগামী ১৮ নভেম্বর শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে হৈমন্তিক কবিতা উৎসব ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে ওই পদক প্রদান করা হবে। বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এ পদক প্রদান করে।