আমি তো নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারছি না: জায়েদ খান

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান । শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন? এমন প্রশ্নের উত্তরে জায়েদ বলেন, আমি তো নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারছি না। কত কিছুই তো হলো। এসব নোংরামিতে আমার যাওয়ার আর ইচ্ছা নেই।

আপাতত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে তিনি ভাবছেন না। হাতে অনেকগুলো কাজ আছে, সেগুলো নিয়েই ভাবছেন তিনি।

তিনি আরও বলেন, শিল্পী সমিতিতে থাকা অবস্থায় কোনো কাজ করতে পারিনি। হাতে অনেক কাজ জমে গেছে। সেগুলো একে একে শেষ করব।

এ সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে নাচবেন জানিয়ে জায়েদ বলেন, শিল্পী সমিতির চেয়ারে থাকা অবস্থায় পারফর্ম করতে পারিনি। অনেকে বলেছে, আপনি কেমন করবেন? তবে এবার করছি, আগেরবারও করেছি।

ডিপজলের প্যানেল নিয়ে জায়েদ খানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগে তো জাতীয় জাতীয় নির্বাচন, তারপর শিল্পী সমিতি।

More From Author

প্রথমবারের মতো বলিউডে মুক্তি পাচ্ছে জয়ার সিনেমা

কুবিতে লিও ক্লাব কর্তৃক 'ফ্রী গাছ বিতরণ কর্মসূচি ' আয়োজিত

কুবিতে লিও ক্লাব কর্তৃক ‘ফ্রী গাছ বিতরণ কর্মসূচি ‘ আয়োজিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *