কারও মৃত্যু সংবাদ শুনলে আমি তাঁর প্রোফাইলে যাই : পরীমণি

কালচক্র ডেক্স :

বর্তমান সময়ে বিভিন্ন কারনে আলোচনার শীর্ষে থাকেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় থাকেন এই অভিনেত্রী।

২৭ অক্টোবর শুক্রবার দূপুর ১ টা নাগাদ তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত একাউন্টে,ভক্ত সমর্থকদের উদ্দ্যেশে তিনি আবেগঘন একটি স্টাটাস দেন।

সেখানে তিনি বলেন – ফেসবুকে আমার বন্ধু তালিকায় আছেন, বা নেই, এমন কারও মৃত্যু সংবাদ শুনলে আমি তাঁর প্রোফাইলে যাই, দেখি কী লিখতেন, কী বিশ্বাস করতেন, মৃত্যুর আগেই বা কী লিখেছিলেন, মেসেজ দেখি, আমাকে কোনও মেসেজ কখনও পাঠিয়েছিলেন কি না দেখি। এরকম অনেক সময় হয়, আমাকে প্রচুর মেসেজ পাঠিয়েছেন, আমি উত্তর দিইনি। আমি পড়িওনি মেসেজগুলো। আমার তখন খুব কষ্ট হতে থাকে। গ্লানিতে ভুগতে থাকি।

জীবিত কত হাজারো মানুষের মেসেজের উত্তর দিই না, দিচ্ছি না, এ নিয়ে কোনও অপরাধবোধ  কিন্তু নেই। অথচ মৃত্যু হলেই মনে হয় মেসেজের উত্তর দিলেই পারতাম, দিলে মানুষটা খুশি থাকতো। গ্লানিতে ভুগতে ভুগতে  মনে মনে উত্তর দিই তাঁর মেসেজের, মনে মনে এও দেখি মানুষটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছে। আসলে মৃত্যু না হলে আমরা কাউকে মূল্য দিই না।

More From Author

খালেদা জিয়ার অপারেশন সম্পন্নও : মির্জা ফখরুল 

কঠোর অবস্থানে পুলিশ, গাড়ি থামিয়ে চলছে তল্লাশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *