দুই দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার

যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রেনা বিটার দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তিনি দূতাবাস ও কনস্যুলেটের কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং কনস্যুলার কার্যক্রম পরিদর্শন করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ‘তার সফর বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি আমাদের গভীর এবং টেকসই প্রতিশ্রুতির গুরুত্বকে তুলে ধরে।’

মার্কিন কর্মকর্তার কনস্যুলার বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন।

More From Author

কেশবপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মন্দির কমিটির সাথে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা  

নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *