৯০ মিটারের ছক্কায় ৮ ও ১০০ মিটারের ছক্কায় ১০ রান চান রোহিত শর্মা

ছক্কা হল ক্রিকেটের সবচেয়ে উপভোগের বিষয়। বিশেষ করে ব্যাটারদের জন্য। কিন্তু ছক্কায় অদ্ভুত এক নিয়ম, দূরত্ব ৬০ মিটার হোক কিংবা ১০০ মিটার রান যোগ হবে ৬! আর এই নিয়ম নিয়েই আপত্তি ভারতীয় কাপ্তান রোহিত শর্মার।

হিটম্যান খ্যাত ভারতীয় তারকা ব্যাটারের মতে ছক্কার দূরত্ব অনুযায়ী বাড়ানো হোক রান সংখ্যা। সম্প্রতি তিনি কথা বলেছেন বিমল কুমার নামের এক সাংবাদিকের ইউটিউব চ্যানেলে।

রোহিত ছক্কা প্রসঙ্গে জানান, ‘আমরা যে ছক্কা মারি ৭০–৮০ মিটারের মতো, ৯০ মিটার মারলে ৮ রান দেওয়া উচিত। ১০০ মিটার মারলে ১০ রান দেওয়া উচিত। বড় ছক্কা মারার পুরস্কার তো দিতে হবে!’

‘বড় ছক্কা মারুক কিংবা শুধু বাউন্ডারির একটু ওপাশে নিয়ে বল ফেলুক, ওই ছয় রানই দেওয়া হয়। তাহলে ক্রিস গেইল ও আমার মধ্যে পার্থক্য কী হলো? গেইল বড় ছক্কা মারে, পোলার্ডও আছে। আর আমরা (হাতে কল্পিত ব্যাট দেখিয়ে) এদিক–সেদিক করে মেরে দিই শুধু। এটা আমার কাছে একটু অবিচার বলেই মনে হয়।’

রোহিতের এমন চাওয়াকে সমর্থন জানিয়ে সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন টুইটারে পোস্ট করেন। 

তিনি লিখেন, ‘কয়েক বছর আগে আমি কী বলেছিলাম? ধন্যবাদ, রোহিত।’

উল্লেখ্য, ২০২১ সালে টুইটারে পিটারসেন জানিয়েছেন কোন ব্যাটার ১০০ মিটারের বেশি ছক্কা হাঁকালে যেন ১২ রান দেওয়া হয়। 

More From Author

সেলিব্রেটি ক্রিকেট লিগে তারকাদের মারামারি, আহত ৬ 

কেবিনে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *