আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তামিম

কী নাটকীয় সময়ই না কাটিয়েছেন তামিম ইকবাল! স্ট্রাইকরেট নিয়ে সমালোচনার মুখে পড়ার পর একপর্যায়ে হুট করেই অবসর ঘোষণা, প্রধানমন্ত্রীর আহবানে ক্রিকেটে ফেরা এবং মাঠে নামার আগেই অধিনায়কত্ব থেকে সরে যাওয়া। সব মিলিয়ে প্রায় আড়াই মাস অস্বস্তিকর পরিস্থিতির পর জাতীয় দলের হয়ে খেলেছেন তামিম। অবসর ভেঙে মাঠে ফেরার ম্যাচটা এই দেশসেরা ওপেনারের ব্যক্তিগতভাবে খারাপ কাটেনি। নিউজিল্যান্ডের শক্তিশালী বোলিংয়ের মোকাবিলায় তিনি ৪৪ রানের ইনিংস খেলেন।

কীভাবে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন তামিম, ম্যাচশেষে এ নিয়ে তিনি বলছিলেন, ‘ব্যাটিং বা ফিল্ডিং হোক, মাঠে সময় কাটানোর দরকার ছিল। বডি কীভাবে রিঅ্যাক্ট করছে এটা বোঝার জন্য। ডিফিকালিটিজ ছিল, এখনও আছে। সামনে কীভাবে কী করব এটা সেই প্রশ্ন যার উত্তর খোঁজা হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচে যখন ব্যাট করছি, আমাকে নিজের সেরাটা দিতে হবে। আমি সেই চেষ্টাই করেছি। এমন না যে মাঠে নামলাম আর খেললাম। এটা মানসম্পন্ন বোলিং আক্রমণের বিরুদ্ধে একটা ম্যাচ। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

শনিবার ম্যাচ খেলার আগেও সংশয়ে ছিলেন তামিম। তবে ৪৪ রান করায় আত্মবিশ্বাস পেয়েছেন তামিম, ‘ভালো লাগছে। কাল প্রশ্ন করলে হয়তো উত্তর অন্যরকম হতো। ৪৪ রান করার জন্য না, ২০ রান করলেও। নতুন বল মোকাবেলা করা, কোয়ালিটি বোলিং আক্রমণের বিপক্ষে খেলা; সবমিলিয়ে অবশ্যই ভালো বোধ হচ্ছে।’

তবে ম্যাচটি বাংলাদেশ ৮৬ রানের বড় ব্যবধানে হেরে গেছে। তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া কেউই দায়িত্বশীল ব্যাটিং করতে না পারায় এমন ফল দেখেছে টাইগাররা। এশিয়া কাপ থেকেই ব্যাটিং বিপর্যয়ে ধারাবাহিকতা দেখা যাচ্ছে বাংলাদেশের। বিশ্বকাপের আগে যা সাকিব আল হাসানের দলের বড় দুঃশ্চিন্তার বিষয়। তবে তামিমের এরকম ফেরাটা কিছুটা হলেও তাদের সান্ত্বনা যোগাবে!

হাজারো দ্বীপ নিয়ে একটা দেশ হয় কী করে!

তানভীর ইমাম এমপি নির্দেশে ওয়ার্ড ছাত্রলীগ নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *