দরজায় কড়া নাড়ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর হিসেবে যাকে বিবেচনা করা হয়। আইসিসি আয়োজিত অন্য যেকোন আসরের তুলনায় একদিনের এই বিশ্বকাপ ঘিরেই উন্মাদনা কিংবা প্রচার-প্রচারণা থাকে সবচেয়ে বেশি। থাকে অর্থের ব্যাপক ঝনঝনানি। শুক্রবার এক বিবৃতিতে এবারের টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।
তবে এবারের আসরে প্রাইজমানি বাড়ানোর কথা জানায়নি আইসিসি। পুরো টুর্নামেন্টের জন্য তাদের ব্যয় ধরা হয়েছে ১০ মিলিয়ন মার্কিন ডলার। তবে বিষ্ময়কর ব্যাপার, আইসিসির এই পুরো আয়োজনের পুরস্কার ফুটবল বিশ্বকাপজয়ী দলের তুলনায় চারগুণ কম। কাতারের বিশ্বকাপ জয় করে লিওনেল মেসির দল পেয়েছিল ৪২ মিলিয়ন মার্কিন ডলার।
পুরো বিশ্বকাপে ফিফা পুরস্কার বাবদ ব্যয় করেছিল ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার। হিসেবে যা ক্রিকেট বিশ্বকাপের চেয়ে ৪ গুণ বেশি। কাতারে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল ৪২ মিলিয়ন মার্কিন ডলার। রানারআপ ফ্রান্স পেয়েছিল ৩০ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া কোয়ার্টার ফাইনাল এবং রাউন্ড অভ সিক্সটিন খেলা প্রতিটি দলও ক্রিকেট বিশ্বকাপের মোট অর্থের চেয়ে বেশি প্রাইজমানি পেয়েছেন। আর গ্রুপ পর্ব খেলা দলের জন্য বরাদ্দ ছিল ৯ মিলিয়ন মার্কিন ডলার।