এশিয়া কাপের সুপার ফোর, কার খেলা কবে

ব্যাপক নাটকীয়তার পর নিশ্চিত হল এশিয়া কাপের সুপার ফোরের চূড়ান্ত তালিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে আফগানিস্তানের টার্গেট ছিল ২৯২ রান। ৩৭.১ ওভার পর্যন্ত সুযোগ ছিল তাদের। শেষ বল পর্যন্ত কক্ষপথেই ছিল আফগানরা। তবে, এক বলে তিন রান নিতে ব্যর্থ হওয়া আর হিসেবের গড়মিলে আফগানিস্তানকে দেখা যাবে না শেষ চারের লড়াইতে

সুপার ফোরে খেলা হবে রবিন রাউন্ড পদ্ধতিতে। প্রথাগত সেমিফাইনালের বদলে এখানে ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে পয়েন্ট টেবিল পদ্ধতি। প্রতিটি দল এই পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফোরের দুই ম্যাচেই থাকছে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর বুধবার লাহোরে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। আর ৯ তারিখ কলম্বোতে খেলা স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। আর সুপার ফোরের শেষ ম্যাচে ১৫ তারিখ খেলা হবে ভারতের বিপক্ষে। 

এক নজরে সুপার ফোরের সময়সূচি 

তারিখ ম্যাচ  ভেন্যু 
০৬ সেপ্টেম্বরবাংলাদেশ বনাম পাকিস্তান লাহোর 
 ০৯ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা কলম্বো 
       ১০ সেপ্টেম্বর           ভারত বনাম পাকিস্তান  কলম্বো 
          ১২ সেপ্টেম্বর             ভারত বনাম শ্রীলঙ্কা   কলম্বো 
        ১৪ সেপ্টেম্বর        পাকিস্তান বনাম শ্রীলঙ্কাকলম্বো 
          ১৫ সেপ্টেম্বর          বাংলাদেশ বনাম ভারতকলম্বো 

সুপার ফোরের লড়াই শেষে শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বরের সেই ফাইনালও হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি

স্বপ্নের নায়ককে হারানোর ২৭ বছর আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *