রোহিঙ্গা সংকট সমাধানের সক্ষমতা সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, এই সরকারের জনগণের কোনো ম্যান্ডেট নেই। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে চাপ তৈরি করতে আন্তর্জাতিক ফোরামের সামনে দাঁড়ানোর শক্তি নেই।
রোববার (৩ সেপ্টেম্বর) গুলশান হোটেল লেকশোরে রোহিঙ্গা ক্রাইসিস অ্যান্ড রোহিঙ্গা স্ট্রাটেজি শীর্ষক সেমিনারে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
বিএনপি ক্ষমতায় গেলে রোহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে বলে জানান মির্জা ফখরুল।
একই সঙ্গে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গোলাগুলির যে ঘটনা ঘটছে তাতে মৌলবাদী শক্তির উত্থান ঘটতে পারে বলেও মনে করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে হারে গোলাগুলি হচ্ছে, আমরা চিন্তায় আছি যে সেখান থেকে জঙ্গিবাদের উত্থান হয় কি না, দেশে ফের সহিংস পরিস্থিতি সৃষ্টি হচ্ছে কি না। দেশের এই সংকটময় পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে দেশের মানুষ লড়াই করছে, এ মুহূর্তে বিভিন্ন দেশের যে প্রতিনিধিরা আমাদের সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করেছেন তাদের ধন্যবাদ জানাই।