১৩ বছর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আজ রোববার এই আদেশ দেন। এর মধ্য দিয়ে তাঁদের বিচার শুরু হলো।
প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। মামলার অপর সাত আসামির মধ্যে রয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আরও রয়েছেন বিএনপির নেতা সাইফুল আলম, কাজী রেজাউল হক, মোয়াজ্জেম হোসেন, খন্দকার এনামুল হক এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম।
বিএনপির মহাসচিবের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০১২ সালের ৯ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যদের বিরুদ্ধে মামলা হয়। মামলা দায়েরের পাঁচ বছরের মাথায় ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সেই মামলায় আজ আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। অভিযোগ গঠনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা নিজেদের নিরপরাধ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান।
মাসুদ আহমেদ তালুকদার বলেন, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ গঠনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হবে।
আইনজীবী ও পারিবারিক সূত্র জানায়, মির্জা ফখরুলের বিরুদ্ধে গত ১০ বছরে ৯২টি মামলা রয়েছে। প্রতি মাসেই তাঁকে মামলার হাজিরা দিতে ঢাকার আদালতে যেতে হয়।