জুলুমবাজ সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, তীব্র গণআন্দোলনের মাধ্যমে এ জুলুমবাজ, ভোটচোর সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা বাসষ্ট্যান্ড সংলগ্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভার’ মাঠে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগরকান্দা-সালথা উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই, তারা এখন ক্ষমতা হারানোর আতংকে আছে। আজকের এ ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার এ সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাব না।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় কারাগারে আছেন। অথচ এক/এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রীর নামে যে দুর্নীতির মামলা ছিল, তা তিনি প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে গায়েব হয়ে গেল। তাকে একদিনের জন্যও কোর্টে যেতে হয়নি। অথচ আমাদের হাজার হাজার নেতাকর্মীদের প্রত্যেকদিন কোর্টে হাজিরা দিতে হয়।

শামা বলেন, আমরা কিছুতেই ভয় পাইনি। টেকনাফ থেকে তেতুলিয়া শহীদ জিয়ার সৈনিকেরা আছেন। আমাদের জেলের ভয় দেখিয়ে লাভ নেই। দেশের এত মানুষকে আটকানোর জেলখানা এদেশে তৈরি হয়নি।

সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি হাবিবুর রহমান। সঞ্চালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে শামা ওবায়েদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়।

প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ দেখলেন রাষ্ট্রপতি, জড়িয়ে ধরলেন শাকিবকে

তোমরা দিয়েছ ঘোড়ার ডিম : বিএনপিকে ওবায়দুল কাদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *