প্রধান বিচারপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির চেম্বারে গিয়ে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সিইসিকে অভ্যর্থনা জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান ও স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

সাক্ষাৎ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা (নির্বাচন কমিশনাররা) প্রধান বিচারপতির কাছে শপথ নিয়েছিলাম। আমি নিজে এবং কমিশনের দুজন সদস্য দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। প্রধান বিচারপতি অবসরে যাবেন (সেপ্টেম্বরে)। তাই সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এতটুকুই।’

More From Author

প্রথমবার শিহাব শাহীনের ওয়েব ফিল্মে আফজাল হোসেন

ভিসানীতি বিএনপির ওপর প্রয়োগ হওয়া উচিত: কাদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *