দুই বাংলাদেশিকে পিটিয়ে সীমান্তে রেখে গেল বিএসএফ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার সকাল ১০টার দিকে কচুরগুল বর্ডার থেকে তাদের একজনকে উদ্ধার ও আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী অপর জনকে ১৮০১ মেইন পিলারের কাছ থেকে উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গত শনিবার এই দুই ব্যক্তি চট্টগ্রামের রামগড় বর্ডার হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। সেখান থেকে আগরতলায় গিয়ে ট্রেনে ওঠার সময় সন্দেহ হলে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের খুব বেশি মারধর করে। এদের মধ্যে জাহাঙ্গীর আলীর বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও অন্যজন খুলনার হৃদয় শেখ।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, ‘সকালে একজন অপরিচিত লোক কচুরগুল এলে স্থানীয়রা তাকে আটক করে। তার পুরো শরীরজুড়ে আঘাতের চিহ্ন। তার মাধ্যমে আমরা আরেকজনের খবর পাই। তাদের শরীরে যে রকম আঘাত করা হয়েছে তা অবর্ণনীয়। মানুষ মানুষকে এভাবে আঘাত করতে পারে না।’

লাঠিটিলা বিওপির দায়িত্বে থাকা ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম গাউছ জানান, ‘সকালে স্থানীয়দের হাতে সীমান্তে অপরিচিত এক ব্যক্তি আটক হন। পরে বিজিবি সেখানে উপস্থিত হয়ে আরেকজনকে উদ্ধার করে। দুজনের শরীরে মারাত্মক জখমের দাগ রয়েছে। বিষয়টি আমরা বিজিবির ঊর্ধ্বতনদের জানিয়েছি। পরে তাদের আমরা পুলিশ হেফাজতে দিয়েছি।’

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বিজিবি পাহারায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। অবস্থার উন্নতি হলে এজাহার নিয়ে সীমান্ত অতিক্রম করার অভিযোগে মামলা রুজু করা হবে।

যুবলীগ নেতার হাতের কব্জি কাটার মামলায় আসামি আ.লীগের ৩০ নেতা-কর্মী

নেতাদের কাছে খাবার ও ফুল পাঠানো সরকারের নাটক : ফখরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *